ষষ্ঠ শ্রেণির গণিত প্রশ্নাবলী (সম্পূর্ণ টেস্ট পেজ)

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২৪

পূর্ণমান: ৫০

দশমিক ভগ্নাংশকে পূর্ণসংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ

1. সঠিক উত্তরটি নির্বাচন করো:

(i) $(0.3\times0.5)$ - এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডানদিক থেকে- (a) 1 ঘর আগে (b) 2 ঘর আগে (c) 3 ঘর আগে (d) 4 ঘর আগে
(ii) $0.2 \times 0.2 = ?$ (a) $\frac{2}{10}$ (b) $\frac{4}{10}$ (c) $\frac{2 \times 2}{10}$ (d) $\frac{2 \times 2}{100}$
(iii) $\frac{1}{2}$ ভগ্নাংশটির মধ্যে $\frac{1}{6}$ আছে- (a) 2 বার (b) 3 বার (c) $\frac{1}{3}$ বার (d) $\frac{1}{12}$ বার

2. শূন্যস্থান পূরণ করো:

(i) $\frac{3}{100} = $ __________ বা দশমিক শূন্য তিন।
(ii) _________ = $23 + \frac{23}{100}$ বা তেইশ দশমিক দুই তিন।
(iii) $2.001 \div 0.003 = $ __________
(iv) _________ = $89 + \frac{13}{100}$ বা ঊননব্বই দশমিক এক তিন।

3. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন:

(ii) গুণ করো: (a) $3 \times 0.2$, (b) $2 \times 0.3$, (c) $0.2 \times 0.2$, (d) $0.3 \times 0.3$
(iii) ভাগ করো: (a) $0.2 \div 2$, (b) $0.9 \div 3$
(iv) একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, ত্রিভুজটির 1 টি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো।

4. দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন:

(i) সরলফল নির্ণয় করো: $0.75 \times 0.75 + 0.25 \times 0.25 + 2 \times 0.75 \times 0.25$
(ii) প্রত্যেকটি জামা তৈরি করতে $2\frac{1}{4}$ মিটার কাপড় লাগে। কিন্তু প্রত্যেকটি জামা তৈরি করার সময় $\frac{1}{8}$ মিটার কাপড় কাটতে গিয়ে নষ্ট হয়। এরকম ৪টি জামা সম্পূর্ণ করার পর কত মিটার কাপড় ব্যবহার করা হল হিসাব করে লেখো।

মেট্রিক পদ্ধতি

1. সঠিক উত্তরটি নির্বাচন করো:

(i) 1.8 মিটার = ? (a) 1800 সেন্টিমিটার (b) 180 সেন্টিমিটার (c) 18 সেন্টিমিটার (d) 18000 সেন্টিমিটার
(ii) 500 গ্রাম = ? (a) 0.05 কিগ্রা. (b) $500\times1000$ কিগ্রা. (c) 0.5 কিগ্রা. (d) $5\times100$ কিগ্রা.
(iii) 2.5 কিমি = ? (a) 2.5 মিটার (b) $2.5\times100$ মিটার (c) $2.5\times1000$ মিটার (d) $\frac{2.5}{100}$ মিটার

2. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন:

(i) 262 সেমি-কে মিটারে প্রকাশ করো।
(ii) 23.96 ডেসিমিটারকে কিলোমিটারে প্রকাশ করো।
(iii) (a) 435 সেন্টিমিটার মানে কত মিটার কত সেন্টিমিটার দেখি; (b) 7 মিটার ৮৪ সেন্টিমিটার মানে কত সেন্টিমিটার দেখি।

3. দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন:

(i) কষে দেখি:

(a) বাবা বাজার থেকে ৩ মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় ও ২ মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছেন। বাবা মোট কত কাপড় কিনেছেন হিসাব করে দ্যাখো।

(b) আমাদের বাড়ির প্রধান গেট খোলার চাবিটি ৩ সেন্টিমিটার 7 মিলিমিটার লম্বা। কিন্তু আমার বইয়ের আলমারির চাবিটি 1 সেন্টিমিটার ৪ মিলিমিটার লম্বা। 'গেট খোলার' চাবিটি আলমারির চাবি থেকে কত বেশি লম্বা হিসাব করে দেখি।

এখানে নতুন কনটেন্ট যোগ করে 'রেন্ডার করুন' বাটনে ক্লিক করে পরীক্ষা করুন। যেমন:
`The area of a circle is $\pi r^2$. Another formula is $E=mc^2$.`