কষে দেখি 1.2
1. (i) 2 টাকার $12\frac{1}{2}%$ কত পয়সা দেখি ।
2 টাকা = 200 পয়সা
∴ 200 পয়সার $\frac{25}{2}%$
= $\not{2}\not{0}\not{0}\times \frac{25}{\not{2}\times 1\not{0}\not{0}}$ পয়সা
= 25 পয়সা
1.(ii) 840 গ্রামের 30% কত গ্রাম দেখি ।
= $84\not{0}\times \frac{3\not{0}}{1\not{0}\not{0}}$ গ্রাম
= 252 গ্রাম
1. (iii) 25 টাকার 8% কত টাকা দেখি ।
সমাধান : = $25\times \frac{\overset{2}{\mathop{{\not{8}}}}\,}{\underset{{\not{4}}}{\mathop{1\not{0}\not{0}}}\,}$ টাকা
= 2 টাকা
1. (iv) 55 গ্রাম , 5 কিলগ্রামের শতকরা কত দেখি
5 কিলোগ্রাম = 5000 গ্রাম
∴ $\frac{\overset{100}{\mathop{\not{5}\not{5}}}\,}{\underset{10}{\mathop{\not{5}\not{0}}}\,\not{0}\not{0}}\times 1\not{0}\not{0}$%
= $\frac{11}{10}%=1\frac{1}{10}%$
1. (v) 1.25 টাকা , 5 টাকার শতকরা কত দেখি
$=\frac{1.25\times 100}{5}$%
$=\frac{\overset{25}{\mathop{\not{1}\not{2}\not{5}}}\,\times 1\not{0}\not{0}}{\not{5}\times 1\not{0}\not{0}}%$ =25%
1. (v) 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি
\[=\frac{\overset{8}{\mathop{\not{1}\not{6}}}\,\times 1\not{0}\not{0}}{\underset{5}{\mathop{\not{1}\not{0}}}\,\not{0}\not{0}}\]%
$=\frac{8}{5}%=1\frac{3}{8}%$
2. একটি বাড়ির $\frac{1}{5}$ অংশ রং করা হয়েছে ।বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করে দেখি।
সমাধান :
রং করা হয়েছে $\frac{1}{5}$ অংশ = $\left( \frac{1}{5}\times 100 \right)%$ = 20 %
∴ রং করতে বাকি আছে = (100 – 20 ) % = 80 %
উত্তর: বাড়িটির শতকরা 80 রং করতে বাকি আছে ।
3. নুরজাহানের শ্রেণিতে 30% ছাত্রী আছে ।শ্রেণির মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন ।হিসাব করে দেখি নুরজাহানের শ্রেণিতে মোট কতজন ছাত্র আছে?
সমাধান :
নুরজাহানের শ্রেণিতে ছাত্রী = $6\not{0}\times \frac{3\not{0}}{1\not{0}\not{0}}$ জন = 18 জন
∴ ছাত্র আছে = ( 60 – 18 ) জন = 42 জন
উত্তর : নুরজাহানের শ্রেণিতে মোট 42 জন ছাত্র আছে ।
4. 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40% । ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি।
সমাধান :
মোট মিশ্র সার = 120 কিগ্রা ।
ইউরিয়া আছে = $12\not{0}\times \frac{6\not{0}}{1\not{0}\not{0}}$ কিগ্রা = 72 কিগ্রা
পটাশ সার আছে = $12\not{0}\times \frac{4\not{0}}{1\not{0}\not{0}}$ কিগ্রা = 48 কিগ্রা
উত্তর : ওই মিশ্র সারে ইউরিয়া ও পটাশ সার আছে যথাক্রমে 72 কিগ্রা
ও 48 কিগ্রা ।